সজনে পাতার উপকারিতা

বিজ্ঞানীরা সজনে পাতাকে অলৌকিক পাতা বলে আখ্যায়িত করেছেন। সজনে পাতার খাদ্যগুণ এবং পুষ্টিগুণ জানলে আপনিও বিস্মিত হবেন। বাংলাদেশীদের কাছে সজনে ডাটা অত্যন্ত সুস্বাদু একটি খাবার। অনেকেই এর পাতাকে ভর্তা বা ভাজির সহ হিসেবে খেয়ে থাকেন। তবে এর পুষ্টিগুণ সম্পর্কে জানেন কি?
সজনে পাতার উপকারিতা
বিভিন্ন গবেষণার মাধ্যমে বিজ্ঞানীগণ সজনে পাতাকে সুপার ফুড বা অলৌকিক পাতা হিসেবে আখ্যায়িত করেছে। অন্যান্য খাবারের তুলনায় সজনে পাতায় রয়েছে ২৭ শতাংশ আমিষ। ৩৮ শতাংশ শর্করা বা কার্বোহাইড্রেট এবং দুই শতাংশ ফ্যাট রয়েছে এছাড়াও ১৯ শতাংশ ফাইবার বা আশ যা হজমকিয়ার বৃদ্ধিতে সাহায্য করে।

পোস্ট সূচিপত্রঃ সজনে পাতার উপকারিতা

  • সজনে পাতার উপকারিতা
  • সজনে পাতার উপকারিতা ও অপকারিতা
  • ডায়াবেটিস রোগীর কাঁচা সজনে পাতার উপকারিতা
  • ত্বকের যত্নে সজনে পাতার উপকারিতা
  • সজনে পাতা খাওয়ার নিয়ম
  • সজনে পাতার পাউডার খাওয়ার নিয়ম
  • সজনে পাতার রসের উপকারিতা
  • শেষ কথা

সজনে পাতার উপকারিতা

  1. সজনে পাতাতে ১৯ শতাংশ ফাইবার বা আঁশ রয়েছে যা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে
  2. ভিটামিন এ এবং ভিটামিন সিএ ভরপুর সজনে পাতা আমাদের শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করে
  3. সজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিংক ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।
  4. সজনে পাতায় গরুর দুধের সমপরিমাণ পুষ্টিগুণ বিদ্যমান।
  5. এটি আমাদের শরীরের আমিষ শর্করা ও প্রোটিনের চাহিদা পূরণ করতে সক্ষম।
  6. সজনে পাতার ঔষধি গুন বিভিন্ন ধরনের ব্যথা উপশমে কাজ করে।
  7. শরীরের বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিন ও ফ্রি রেডিকেল দূর করতে সজনে পাতার জুড়ি নেই।
  8. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সজনে পাতা অত্যন্ত উপকারী।
  9. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে
  10. আমাদের শরীরের হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে
  11. বিশেষ করে পুরুষদের টেস্ট ওস্টেরন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে
  12. প্রদাহ জনিত যে কোন ব্যথায় উপশম করে
  13. পরিপাকতন্ত্রের সমস্যা বা হজমের যে কোন সমস্যা বা বুক জ্বালাপোড়া রোধ করে।
  14. এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকাই হার ও দাঁতের জন্য অত্যন্ত উপকারী
  15. কোষ্ঠকাঠিন্য দূর করে
  16. সজনে পাতায় অক্সিজেন থাকায় এটি ত্বকের দাগ ও বয়সের ছাপ দূর করে।
  17. ভিটামিন এ থাকাই এটি চোখ ভালো রাখে
  18. সজনে পাতায় প্রচুর পরিমাণে এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি মাইক্রোবিয়াল এজেন্ট থাকায় এটি মূত্রনালীর সংক্রমণ এবং ত্বকের সংক্রমনের বিরুদ্ধে কাজ করে।

সজনে পাতার উপকারিতা ও অপকারিতা

কোন কিছুই আমাদের শরীরের জন্য অতিরিক্ত পরিমাণ ভালো নয়। সজনে পাতার উপকারিতা যেমন রয়েছে এর কিছু অপকারিতাও রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সজনে পাতার অপকারিতা বা ক্ষতিকর দিকসমূহ। সজনে পাতা নিয়মিত না খেয়ে কিছুদিন বিরতি দিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায়। এই ধরুন ১০ থেকে ১৫ দিন খাওয়ার পর কিছুদিন বিরতি নিয়ে আবার খাওয়া শুরু করতে পারেন। কারণ এর উপকারিতা থাকলেও অতিরিক্ত গ্রহণের ফলে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারে।
  • পেটের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে।
  • উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে।
  • গর্ভ ও স্তন্যদান কালীন সময়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে
  • বুক জ্বালাপোড়া বা বমি বমি ভাব হতে পারে। ইত্যাদ

ডায়াবেটিস রোগীর কাঁচা সজনে পাতার উপকারিতা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সজিনা পাতার উপকারিতা সমূহ নিচে আলোচনা করা হলো-
  1. গবেষণায় দেখা গিয়েছে, ডায়াবেটিসে আক্রান্ত লোকদের মধ্যে যদি প্রতিদিন 50 গ্রাম পরিমাণ সজিনা পাতা খাওয়া হয় তাহলে তাদের রক্তের শর্করার পরিমাণ ২১% কমে যায়।
  2. প্রতিদিন দেড় চামচ সজিনা পাতার গুঁড়ো খালি পেটে গ্রহণ করলে রক্তের শর্করার পরিমাণ কমে যায় প্রায় 14 পার্সেন্ট।
  3. সজিনা পাতায় উপস্থিত ভিটামিন ও খনিজ লবণ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।
  4. সজনে পাতা রক্তে প্রোটিন ও শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।
  5. এটি পিত্তথলির কার্যকারিতা বৃদ্ধি করে এবং রক্তের গ্লুকোজের মাত্রা কমিয়ে আনে।
  6. সজিনা পাতায় প্রচুর পরিমাণে এসকরবিক এসিড রয়েছে, যা ডায়াবেটিস রোগীদের শরীরে ইনসুলিন নিঃসরণের মাত্রা বাড়ায় ফলে রক্তের শর্করার পরিমাণ কমিয়ে আনে।
  7. সজিনা পাতায় ব্যাকটেরিয়াল এবং এন্টি মাইক্রোবিয়াল ও এন্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
  8. সজিনা পাতায় ক্লোরজেনিক এসিড রয়েছে যা ডায়াবেটিস বিরোধী বৈশিষ্ট্য এবং রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল করে রাখে।

ত্বকের যত্নে সজনে পাতার উপকারিতা

  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে
  • মুখের ব্রণ হ্রাস করতে সাহায্য করে
  • ত্বকের অবাঞ্চিত গর্ত দূর করতে সাহায্য করে
  • ঠোঁটকে মশ্চারাইজ করে
  • বয়সের ছাপ কমাতে সাহায্য করে
  • প্রাকৃতিক উপায়ে স্কিনে কোলাজেন তৈরি করে
  • মুখের কালো দাগ দূর করে
  • ত্বকের যত্নে সাজনা পাতার গুড়া প্যাক হিসেবে কাজ করে।

সজনে পাতা খাওয়ার নিয়ম

আপনি বিভিন্ন উপায়ে সজনে পাতা খেতে পারেন-
  • আমরা মূলত শাক হিসেবে ভেজে বা ভর্তা হিসেবে সজনে পাতা খেয়ে থাকি। তবে রান্না করে খেলে সজনে পাতার গুনাগুন অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • সজনে পাতার রস করে খেতে পারেন
  • এছাড়াও প্রকৃতিক উপায়ে শুকিয়ে গুড়া করে রেখে পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন
  • অনেকে চায়ের সঙ্গে মিশিয়েও খায়

সজনে পাতার পাউডার খাওয়ার নিয়ম

আপনি যে কোন উপায়ে সজনে পাতা খেতে পারেন। আপনার কাছে সব থেকে সহজ উপায়ে যেটি মনে হয় সে উপায়ে খেতে পারেন। এগুলোর মধ্যে-
  • চায়ের সঙ্গে সজনে পাতার গুড়া মিশিয়ে খাওয়া সব থেকে বেশি সহজ এবং প্রচলিত।
  • শরবতের সঙ্গে
  • মসলা হিসেবে ব্যবহার করে
  • ভাতের সঙ্গে
  • ডালের সঙ্গে মিশিয়ে
  • স্যুপের সাথে
  • ওটমিলের সাথে
  • সালাদ হিসেবে
  • স্মোদি হিসেবে ব্যবহার করতে পারেন।
  • দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন
  • পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

সজনে পাতার রসের উপকারিতা

সজনে পাতার উপকারিতা সম্পর্কে আমরা ইতিপূর্বেই যথেষ্ট ধারণা পেয়েছি। তবে সজনে পাতায় সেদ্ধ বা রান্না করার পর এর গুনাগুন কিছুটা কমে যায় তাই আপনি যদি কাঁচা সজনে পাতার রস খেতে পারেন এটা আপনার শরীরের জন্য আরও বেশি উপকার হবে। তবে কাঁচা সজনে পাতা খাওয়া হয়তো সহজ নয়। এক্ষেত্রে আপনি সজনে পাতা রস করে খেতে পারেন। সজনে পাতার রসের টেস্ট বৃদ্ধির জন্য আপনি এর সাথে লেবু ও কিছুটা চিনি যোগ করতে পারেন। তবে ডায়াবেটিস রোগীদের জন্য চিনি যোগ করা যাবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক সজনেপাতা রসের উপকারিতা সমূহ-
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে
  • শরীরের শক্তি বৃদ্ধি করে
  • মস্তিষ্ক সুস্থ রাখতে সাহায্য করে
  • হার্ডকে সুরক্ষিত রাখতে সাহায্য করে
  • মজবুত হাড় এবং দাঁতের জন্য উপকারী
  • চোখের দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে
  • লিভারকে সুস্থ রাখে
  • মূত্রনালীর সংক্রমণ দূর করে
  • শরীরের বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিন ও ফ্রি রেডিকেল দূর করতে সজনে পাতার জুড়ি নেই।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সজনে পাতা অত্যন্ত উপকারী।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে
  • আমাদের শরীরের হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে
  • বিশেষ করে পুরুষদের টেস্ট ওস্টেরন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে
  • প্রদাহ জনিত যে কোন ব্যথায় উপশম করে
  • পরিপাকতন্ত্রের সমস্যা বা হজমের যে কোন সমস্যা বা বুক জ্বালাপোড়া রোধ করে।
  • এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকাই হার ও দাঁতের জন্য অত্যন্ত উপকারী
  • কোষ্ঠকাঠিন্য দূর করে
  • সজনে পাতায় অক্সিজেন থাকায় এটি ত্বকের দাগ ও বয়সের ছাপ দূর করে।
  • ভিটামিন এ থাকাই এটি চোখ ভালো রাখে
  • সজনে পাতায় প্রচুর পরিমাণে এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি মাইক্রোবিয়াল এজেন্ট থাকায় এটি মূত্রনালীর সংক্রমণ এবং ত্বকের সংক্রমনের বিরুদ্ধে কাজ করে।

শেষ কথা

উপরের আলোচনা অনুযায়ী আপনি নিশ্চয়ই সজনে পাতার উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন। সজনে পাতার উপকারিতা সম্পর্কে এবং সজনে পাতার আরো গুনাগুন সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।আজকের এই পর্বের মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url